কার্যকর সংস্কার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে একটি জনসভায় যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা সবসময় মবের (ভোট ডাকাতি) ঘোরবিরোধী। মব শুরু হয়েছে ১৯৭২ সাল থেকেই। এখন দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে কিসের নির্বাচন? নির্বাচন করতে হলে আগে সঠিক পরিবেশ তৈরি করতে হবে। আর সেই পরিবেশ তৈরির জন্যই আমরা কার্যকর সংস্কারের প্রস্তাব দিয়েছি। আগে সংস্কার, পরে নির্বাচন—এটাই এখন জরুরি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের উচিত অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা। সবার অংশগ্রহণে এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজনের মাধ্যমেই গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলে তিনি মত দেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা রংপুরে দলের জনসভায় অংশ নিতে তার সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। এজন্য সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।