Ridge Bangla

হাতির আক্রমণে জাম্বিয়ায় ব্রিটিশ ও নিউজিল্যান্ডের দুই নারী পর্যটকের মৃত্যু

জাম্বিয়ার সাউথ লুয়াংগোয়া ন্যাশনাল পার্কে সাফারি চলাকালে এক মা হাতির আক্রমণে দুই নারী পর্যটক নিহত হয়েছেন। নিহতরা হলেন ব্রিটিশ নাগরিক ইস্টন টেইলর (৬৮) ও নিউজিল্যান্ডের অ্যালিসন টেইলর (৬৭)। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ প্রধান রবার্টসন মওয়েম্বা জানান, একটি বাচ্চা হাতিকে নিয়ে থাকা মা হাতিটি হঠাৎ করে পর্যটকদের লক্ষ্য করে ছুটে আসে। ট্যুর গাইডরা আতঙ্কে গুলি ছুঁড়ে হাতিটিকে থামানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি। ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা হাতিটি আত্মরক্ষার তাগিদেই এমন আচরণ করেছে। সাধারণত বাচ্চাসহ অবস্থানকালে মা হাতির আচরণ অতিমাত্রায় আক্রমণাত্মক হয়ে ওঠে, যা এই দুঃখজনক ঘটনার পেছনে কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনার পর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং জাম্বিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ঘটনাটি জাম্বিয়ার পর্যটন নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরো পড়ুন