Ridge Bangla

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন—বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপকর কমিশনার মো. মামুন মিয়া এবং কর পরিদর্শক লোকমান আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মকর্তারা করদাতাদের থেকে ঘুষ গ্রহণ করে কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন, যার ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, তারা করদাতাদের নির্ধারিত কর কমিয়ে দিচ্ছেন এবং ঘুষ না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

দুদক আরও জানিয়েছে, আগাম কর পরিশোধ করা হলেও অতিরিক্ত কর ফেরতের জন্য করদাতাদের ঘুষ দিতে হচ্ছে। তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন অভিযোগে জানা গেছে, এই ঘুষের একটি বড় অংশ কর কর্মকর্তারাই গ্রহণ করছেন।

এর আগে চার দিনের ব্যবধানে এনবিআরের উচ্চপর্যায়ের আরও ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের মধ্যে রয়েছেন এনবিআরের দুই সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার। দুদকের মতে, এসব কর্মকর্তারা বছরের পর বছর শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির পেছনে জড়িত ছিলেন এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন