Ridge Bangla

শ্বশুরবাড়িকে গুদাম বানিয়ে ৫০০ বস্তা চাল মজুত

নওগাঁর বদলগাছী উপজেলার নিমতলী গ্রামে এক ব্যবসায়ী তার শ্বশুরবাড়িকে গোপন গুদামে পরিণত করে ৫০০ বস্তা আতপ চাল মজুত করেছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই চাল জব্দ করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় চাল মজুদের ঘটনাকে অবৈধ ঘোষণা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনা করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন। তিনি জানান, মজুতকৃত চালের কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি। চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্যমতে, শিবলু নামে এক ব্যবসায়ী তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়ির ভেতর বিশেষভাবে নির্মিত একটি ঘরে দীর্ঘদিন ধরে চাল মজুত করছিলেন। বাইরে থেকে সাধারণ বসতবাড়ির মতো দেখতে হলেও ভিতরে চাল সংরক্ষণের জন্য বিশেষ গুদামঘর তৈরি করা হয়েছিল।

জানা যায়, কীটনাশক ব্যবসার পাশাপাশি শিবলু কয়েক বছর ধরে চাল ব্যবসায় জড়িত। স্থানীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এই চাল মজুত করছিলেন বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত চাল উন্নত জাতের আতপ চাল, যা বাজারে বেশি দামে বিক্রি হয়ে থাকে।

এই অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন জেলা খাদ্য বিভাগ, বদলগাছী থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান আরও জোরদার করা দরকার। বিশ্লেষকদের মতে, এ অভিযান স্থানীয় বাজারে কৃত্রিম সংকটের পেছনের বাস্তব চিত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন