যশোরের মুরাদগড় বাজার এলাকায় বিশেষ অভিযানে সাড়ে ৩ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন যশোর শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জীবননগরের মেহেদী হাসান (২৫)। বিজিবি সূত্র জানায়, তারা ঢাকার সদরঘাট থেকে স্বর্ণবার সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশিতে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩ দশমিক ০৯৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা। মোবাইলসহ জব্দকৃত সব মালামালের মোট মূল্য ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার টাকার বেশি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তে স্বর্ণ, মাদক, অস্ত্রসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে চলবে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।