Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহরাব কাঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠি ও মোল্লা গোষ্ঠির মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মোল্লা গোষ্ঠির সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “কয়েক মাস ধরে উভয় গোষ্ঠির মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই শনিবার সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন