Ridge Bangla

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের এক বছর আজ

আজ ১ জুলাই, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। গত বছরের এই দিনে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাবি, জাবি, জবি, রাবি, চবি-সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামেন। ‘কোটা নয়, মেধাই হোক নিয়োগের ভিত্তি’—এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্যাম্পাসগুলো।

২০১৮ সালে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশ দেয়। এর প্রতিবাদে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় ছাত্রদের বিক্ষোভ মিছিল ও চার দফা দাবিনামা পেশ। দাবির পক্ষে চলে গণপদযাত্রা, ক্লাস-পরীক্ষা বর্জন এবং লাগাতার আন্দোলন।

এই আন্দোলন রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। কোথাও বৃষ্টিতে ভিজে, কোথাও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠ মেলান। ঘোষণা দেন, “প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই আন্দোলন চলবে।”

এই ঐতিহাসিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ তারা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে, যার সূচনা হয়েছে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। দুপুরে গাইবান্ধা ও বিকেলে রংপুর সদরে অনুষ্ঠিত হচ্ছে পথসভা।

এছাড়া আজ বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জুলাই আন্দোলনের শহীদ, আহতদের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন।

ঐতিহাসিক এই দিনটি ঘিরে স্মরণ, শ্রদ্ধা ও অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন