Ridge Bangla

জালিম সরকার থেকে মুক্তি মিলেছে, এটুকুই সান্ত্বনা: আবু সাঈদের বাবা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। সোমবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায়, খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। বাবা মকবুল হোসেন ছেলের কবরের পাশে বসে নীরবে চোখের পানি ফেলছিলেন।

বয়সের ভারে ন্যুব্জ এ বৃদ্ধ বলছিলেন, “প্রায় এক বছর হলো ছেলেকে নিজের কবরের জায়গায় কবর দিয়েছি। কত মানুষ এসেছে জিয়ারতে, মন ভরেনি। তবে এটুকু সান্ত্বনা, জালিম সরকার আর ক্ষমতায় নেই। দেশের মানুষ মুক্তি পেয়েছে।”

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র-আন্দোলনে আবু সাঈদ সক্রিয় ভূমিকা নেন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার মৃত্যুই ছড়িয়ে পড়ে দেশজুড়ে আন্দোলনে আগুন।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “আমি ২৫ জনকে আসামি করে মামলা করেছিলাম। পরে তদন্তে আরও পাঁচজন যুক্ত হয়। আজ ৩০ জন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা সন্তুষ্ট, যদিও আশা ছিল আরও আগেই এই সিদ্ধান্ত আসবে।”

তিনি বলেন, “আমার ভাই হত্যায় যারা জড়িত, তাদের বিচার চাই। আর যারা নির্দোষ, তারা যেন আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়।” আবু সাঈদের মা মনোয়ারা বেগম এ সময় নীরবে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন