Ridge Bangla

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারসমূহকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র, শিক্ষক, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন পেশাজীবীর পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সার্বিক অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন দলের শীর্ষস্থানীয় নেতারা। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক ও পেশাজীবীরাও উপস্থিত থাকবেন।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিএনপি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভা অন্যতম প্রধান আয়োজন বলে জানানো হয়েছে। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করবেন। দলীয় সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন