Ridge Bangla

জনগণ জাগলে তাকে রোখা যায় না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাকে রুখতে পারে না।” মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় মুহূর্ত। এক বছর আগে এই জুলাই মাসেই শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল, তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে রূপ নিয়ে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। আমরা ১৬ বছর পর বিদ্রোহ ঘোষণা করেছিলাম এবং প্রাথমিক লক্ষ্য সফলভাবে অর্জন করেছি।”

তবে ড. ইউনূস মনে করিয়ে দেন, “এই অভ্যুত্থানের পেছনে ছিল আরও বড় স্বপ্ন—নতুন রাষ্ট্রব্যবস্থা ও নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পথচলা এখনও চলছে।”

তিনি বলেন, “আমরা প্রতি বছর এই সময়টিকে উদযাপন করব, যাতে আর কখনো ১৬ বছর অপেক্ষা করতে না হয়। আমাদের লক্ষ্য হবে, স্বৈরাচারের কোনো লক্ষণ দেখা গেলেই তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা। স্বৈরাচার মাথা তুলবার আগেই যেন জনগণ তাকে চিহ্নিত করে ফেলতে পারে।”

জনতার সাহসিকতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “যারা রাজপথে নেমে গণতন্ত্রের পতাকা তুলে ধরেছে—তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালক—তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তারা সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও বিশাল। ইতিহাস প্রমাণ করে, জাগ্রত জনগণের সামনে কোনো শক্তিই দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারে না।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন