Ridge Bangla

৩২৮টি নরমাল ডেলিভারি

normal delivery

সাধারণত ঈদের সময় সরকারি হাসপাতালগুলোতে অধিকাংশ চিকিৎসক ছুটিতে থাকায় গ্রামাঞ্চলের গর্ভবতী মায়েরা সন্তান প্রসব নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তবে এবার পরিস্থিতি ছিল কিছুটা ব্যতিক্রম। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের টানা ছুটিতে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ১৫০টি স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩২৮টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

এছাড়াও এই সময়ে গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪টি, এবং উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঈদের ছুটিতেও এসব কেন্দ্রের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটেনি। বরং অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে নরমাল ডেলিভারির সংখ্যা ছিল বেশি।

সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের ছুটিতেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এবারের ছুটিতে নরমাল ডেলিভারির সংখ্যা বেড়েছে, যা আমাদের একটি ইতিবাচক অগ্রগতি।”

আরো পড়ুন