আগামী শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “মুসলিম বিশ্বে থ্রি-জিরো অর্জনে এনজিও নেতৃত্ব”।
সামিটের প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী ও এনজিও নেতারাও অংশ নেবেন। মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি এই সামিটে সরাসরি অংশ নেবেন। আয়োজন করছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ছওয়াব ও এর সহযোগী কয়েকটি সংগঠন।
সামিটকে ঘিরে শুক্রবার ছওয়াবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ছওয়াবের পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান। পরিচালনা করেন জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার। ছওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুসলিম বিশ্বে থ্রি-জিরো লক্ষ্য (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন) বাস্তবায়নের ক্ষেত্রে এ সামিট একটি মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে।
এতে আরও উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আবুল হাসান, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, রকিবুল ইসলাম, আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।