Ridge Bangla

সার্কের বিকল্প জোট গড়ছে চীন-পাকিস্তান, অন্তর্ভুক্ত বাংলাদেশও

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন ধরেই অচল অবস্থায় রয়েছে। এই বাস্তবতায় চীন ও পাকিস্তান যৌথভাবে একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে, যেখানে বাংলাদেশও যুক্ত হয়েছে। নতুন এই ফোরামের লক্ষ্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সংযুক্তি, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সংহতি বৃদ্ধি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, গত ১৯ জুন চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠককে ঘিরে ভারতের কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সার্ক সম্মেলনে ভারত ও বাংলাদেশসহ কয়েকটি দেশ অনুপস্থিত ছিল। সেই থেকে আর কোনো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি ভারত পাকিস্তানের জন্য বরাদ্দ ‘সার্ক ভিসা’ সুবিধাও বাতিল করেছে। এতে সার্কের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে আরও প্রশ্ন দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটেই চীন-পাকিস্তান জোট একটি বিকল্প আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনে আগ্রহ দেখিয়েছে। কুনমিং বৈঠকে প্রাথমিকভাবে জোট গঠনের বিষয়টি আলোচিত হয়। ভবিষ্যতে এই ফোরামে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই উদ্যোগে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এছাড়া, ভারত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) থেকেও ধীরে ধীরে মনোযোগ সরিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই নতুন জোট দক্ষিণ এশীয় ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন