Ridge Bangla

সব বাধা পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই: রিজভী

সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দিবাগত রাত ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা ভেবেছিলেন, দমন-পীড়ন চালালেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। কিন্তু জনগণের মুক্তির যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা তিনি দমন করতে পারেননি। জুলাই আন্দোলন সেই গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য নিদর্শন।”

তিনি আরও বলেন, “এই আন্দোলন দেখিয়ে দিয়েছে দেশের মানুষ স্বাধীনতা চায়, মতপ্রকাশের অধিকার চায়, ভোটের অধিকার চায়। জনগণ এবার নিজের অধিকার নিজেই আদায় করে নিতে জানে।”

কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, “ফ্যাসিবাদের পতন কোনো একক দলের কৃতিত্ব নয়। এর নেপথ্যে রয়েছে ছাত্র, যুবক, নারী, পুরুষ, শ্রমিক, কৃষক—সব শ্রেণি-পেশার মানুষের রক্ত ও আত্মত্যাগ। যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণ করাই এখন আমাদের দায়িত্ব।”

নেতারা আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনও শেষ হয়নি। সামনে বহু বাধা আসবে, কিন্তু আমরা থামব না। এ লড়াই চলবে যতদিন না প্রকৃত অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়।” তারা সকলকে রাজপথে থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন