Ridge Bangla

২০০৬ সালের পর আবারও ‘অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি

পারফরম্যান্সের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে! ভালো খেললে পুরস্কার—এই চর্চা একসময় ছিল বাংলাদেশ ক্রিকেটেও। ক্রিকেটার ও সংশ্লিষ্টদের উৎসাহ ও মানসিক শক্তি বাড়াতে বিসিবি চালু করেছিল ‘অ্যাওয়ার্ড নাইট’। তবে ২০০৬ সালের পর এই পুরস্কার প্রথা হারিয়ে যায়। দীর্ঘ ১৯ বছর পর আবারও ‘অ্যাওয়ার্ড নাইট’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, প্রতি বছরের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের পুরস্কৃত করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করবো। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসবো কীভাবে পুরস্কারগুলো দেবো। সেজন্য আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।”

বিসিবি সভাপতি আরও বলেন, “এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল—এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধির জন্য আমরা এই পুরস্কার দেবো।”

অ্যাওয়ার্ড নাইটের আওতায় শুধু জাতীয় দলের খেলোয়াড়রাই নয়, সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীসহ ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্যরাও পুরস্কৃত হতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ক্রিকেটের এই পুরস্কার প্রথা ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট সমৃদ্ধ দেশগুলোতে নিয়মিত রয়েছে। বিসিবির পরিকল্পনা বাস্তবায়িত হলে মাঠে ক্রিকেটারদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ববোধও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন