Ridge Bangla

বিএনপিকে দোষারোপ ঐক্যের পথে বাধা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে শহীদ পরিবারদের সম্মানে আয়োজিত বিশেষ আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনপি বহু আগেই রাষ্ট্রের কাঠামো সংস্কারে ৩১ দফা ঘোষণা করেছিল। অথচ এখন বিএনপিকেই সংস্কারবিরোধী বলা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়।”

মির্জা ফখরুল আরও বলেন, “গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না। আমরা ‘জুলাই সনদ’ দিয়েছি, এখন সরকারের দায়িত্ব সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া।”

তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে দেশে একটি স্বৈরাচারী শাসন কায়েম করা হয়েছে। জনগণের অধিকার হরণ করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না বলে তিনি হুঁশিয়ার করেন। “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে বিভক্তির রাজনীতি নয়, সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ,”—বলেছেন ফখরুল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন