Ridge Bangla

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাসের

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন মধ্যস্থতায় দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ‘ইতিবাচক জবাব’ দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

এক হামাস কর্মকর্তা বলেন, “আমরা কাতার ও মিশরকে আমাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছি। এটি ইতিবাচক। আশা করি, এই পদক্ষেপ চুক্তি অর্জনে সহায়ক হবে।” হামাস এক বিবৃতিতে জানিয়েছে, “গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধের মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে আমরা অভ্যন্তরীণ আলোচনা এবং অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে পরামর্শ শেষ করেছি। এর ভিত্তিতে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছি।”

হামাস আরও জানায়, ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের কাঠামোর আলোকে যুদ্ধবিরতি কার্যকর করতে তারা তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত।

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন। তিনি বলেন, ইসরায়েল এরইমধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নিয়েছে এবং এই সময়ে একটি স্থায়ী সমাধানের প্রচেষ্টা চালানো হবে।

উল্লেখ্য, চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছিল। হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া সম্ভাব্য সমাধানের পথকে উজ্জ্বল করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন