সোমবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর বংশাল থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামের একজন নিহত হয়েছেন। আগুনে আহত হয়েছেন ছয়জন, যাদের মধ্যে রয়েছেন সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ফাতেমা (২০), ইসায়াত (৫) ও তালহা (৪)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও সাতটি ইউনিট যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আগুনে দগ্ধ ও আহত সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমিনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।