Ridge Bangla

মুরাদনগরে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগে মা ও দুই সন্তানকে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গ্রামবাসীর সংঘবদ্ধ হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের আরেক সদস্য।

নিহতরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে গ্রামবাসীর অভিযোগ রয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গ্রামবাসী সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। কোপাকোপি ও লাঠিপেটায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “সকালেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন