Ridge Bangla

রাজধানীতে বৃষ্টি, জনমনে স্বস্তির নিঃশ্বাস

রাজধানীতে বৃষ্টি, জনমনে স্বস্তির নিঃশ্বাস

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কয়েক দিনের টানা অসহ্য গরম থেকে সাময়িক প্রশান্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ঢাকাবাসী।

বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত। যদিও এই এক পশলা বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ হয়ে এসেছে, তবে নগরবাসীর জন্য কিছুটা দুর্ভোগও এনেছে। বৃষ্টির কারণে কিছু এলাকায় সড়কে জলাবদ্ধতা তৈরি হয় এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায়ও রাজধানীতে বৃষ্টি হয়েছিল। তবে সোমবার বৃষ্টি না হলে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানান তিনি।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে, যেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন