Ridge Bangla

নির্ঝরের ২৫ বছর পূর্তি উদযাপন ঢাকায় বিশেষ কনসার্ট

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘নির্ঝর’ তাদের সংগীত যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। ২০০০ সালের ৭ জুন একক কনসার্টের মাধ্যমে যাত্রা শুরু করা ব্যান্ডটি গত ৭ জুন ২৫ বছর সম্পন্ন করে। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে ঢাকার যাত্রা বিরতি হলের মঞ্চে ‘২৫শে নির্ঝর’ শিরোনামে এক বর্ণাঢ্য কনসার্ট অনুষ্ঠিত হয় শুক্রবার (২৭ জুন)।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই কনসার্টে নির্ঝরের বর্তমান লাইনআপে ছিলেন জয় শাহরিয়ার (গিটার ও ভোকাল), আমিন জামায়েল তিলক (লিড গিটার), মারুফ-উল হক (বেইস গিটার), এবং কাহনে তাফসির খান। জয় শাহরিয়ার ব্যান্ডের দুইটি অ্যালবাম ছাড়াও নিজের স্টুডিও অ্যালবাম থেকে বিভিন্ন গান পরিবেশন করেন, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত ও সংস্কৃতি জগতের অনেক গণ্যমান্য ব্যক্তি, যাদের মধ্যে ছিলেন শফিক তুহিন, এলিটা করিম, সাইফ জামান, খৈয়াম সানু সন্ধি এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। অতিথি শিল্পী হিসেবে এলিটা, সাইফ জামান ও সন্ধি গান পরিবেশন করে কনসার্টকে আরও প্রাণবন্ত করে তোলেন।

কনসার্টটির সফল আয়োজন নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা ও যাত্রা বিরতি। ব্যান্ড ‘নির্ঝর’ তাদের স্বতন্ত্র সুর ও লিরিক্সের মাধ্যমে বাংলা রক সংগীতকে গত ২৫ বছরে সমৃদ্ধ করেছে। তরুণ প্রজন্মের মধ্যেও তাদের গান এখনও সমান জনপ্রিয়।

‘২৫শে নির্ঝর’ কনসার্ট ছিল ব্যান্ডটির গানের ইতিহাসকে স্মরণ করার এক বিশেষ আয়োজন। একইসঙ্গে এটি ভবিষ্যতের পথচলায় আরও সৃষ্টিশীলতা ও সাফল্যের প্রতিশ্রুতি রূপে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন