Ridge Bangla

টিকটকার কাশিফ জামির গ্রেপ্তার, সঙ্গী ১৩ দেহরক্ষীও আটক

পাকিস্তানের আলোচিত টিকটক তারকা কাশিফ জামিরকে গ্রেপ্তার করেছে লাহোরের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ (সিসিডি)। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৩ জন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও। বুধবার (২ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সংবাদমাধ্যমগুলো তার গ্রেপ্তারের খবর প্রকাশ করে।

পুলিশ জানিয়েছে, সিসিডি-এর একটি দল লাহোরের ইকবাল টাউনে অভিযান চালিয়ে কাশিফ জামির এবং তার দেহরক্ষীদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কাশিফের বিরুদ্ধে সিসিডি থানায় অস্ত্র আইনে এবং অন্যান্য ফৌজদারি ধারায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও বড় ভূমিকা রেখেছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, কাশিফ জামির শহরের বিভিন্ন এলাকায় দেহরক্ষীদের সঙ্গে ঘুরছেন এবং তার নিরাপত্তারক্ষীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে উঁচিয়ে রাখছেন। এসব ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

কাশিফ জামিরের বিরুদ্ধে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগেও তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। চলতি বছরের এপ্রিল মাসে পাঞ্জাব পুলিশের প্রতি অবমাননাকর আচরণের অভিযোগে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল।

টিকটক তারকা হিসেবে জনপ্রিয় হলেও কাশিফ জামির নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তার মতো সশস্ত্র ‘প্রদর্শনবাদী’ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।

আরো পড়ুন