Ridge Bangla

একদিনে ১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যুহীন দিন পার

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস (COVID-19) শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) এই আক্রান্তদের শনাক্ত করা হয়। মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ হিসাবে একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ।

২০২৫ সালে এখন পর্যন্ত দেশে মোট ৫৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট তারিখে করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যু হয়—যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

২০২২ সাল থেকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং একপর্যায়ে তা শূন্যের কোটায় চলে আসে।

আরো পড়ুন