Ridge Bangla

বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় অভিনেত্রীর হাঙ্গামা, ভাইরাল ভিডিওতে বিতর্ক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে হট্টগোল করেছেন ছোটপর্দার অভিনেত্রী নুপুর। রাজধানীর একটি আবাসিক ভবনের সামনে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রেমিক রাজের বাসার মূল ফটকে দাঁড়িয়ে বারবার দরজায় লাথি মারছেন নুপুর। তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং ভবনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি ভিডিওতে তাকে ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায়। পাশাপাশি রাজকে মামলায় জড়ানোর হুমকি দেন নুপুর।

ভবনের পরিচ্ছন্নতাকর্মী সাংবাদিকদের বলেন, তিনি নুপুরকে আগে কখনও দেখেননি এবং রাজের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কেও কিছু জানেন না।

অন্যদিকে, নুপুর গণমাধ্যমকে জানান, রাজ তাকে বহুবার এই বাসায় এনেছেন। সম্পর্কের প্রমাণ হিসেবে মোবাইলে থাকা কিছু অন্তরঙ্গ ছবিও দেখান তিনি। দাবি করেন, সেগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা। তার ভাষায়, “প্রথমে রাজ এই সম্পর্ক গুরুত্ব দিত, এখন গা ঢাকা দিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, রাজের মা এবং দুলাভাই সঙ্গীত সাহা তাকে এড়িয়ে যাচ্ছেন এবং রাজকেও লুকিয়ে রেখেছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ নুপুরের ‘সাহসের প্রশংসা’ করলেও, কেউ কেউ জনসমক্ষে এমন আচরণকে ‘অনুচিত’ বলে মন্তব্য করছেন। অনেকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন