Ridge Bangla

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন

বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এতদিন এই নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। এবার সেই নীরবতা ভেঙে মুখ খুললেন অভিষেক বচ্চন।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, “কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার পরিবার রয়েছে, তারা কষ্ট পায়।” তিনি যোগ করেন, “আমি যদি ব্যাখ্যাও দিই, তবুও মানুষ সেটা ভুলভাবে ব্যাখ্যা করবে। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। যারা গুজব ছড়ায়, তারা আমার কেউ নন।”

গুজব রটনাকারীদের উদ্দেশে অভিষেক বলেন, “আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা এসব ভুয়া কথা ছড়ায়, তাদের জবাব তারাই দেবে। কম্পিউটারের সামনে বসে ভুলভাল মন্তব্য করা দায়িত্বশীলতার পরিচয় নয়। এসব মন্তব্য অনেক সময় মানুষকে আঘাত করে—তা ভাবা উচিত।”

২০০৭ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় তাদের একমাত্র কন্যা আরাধ্যার। তবে গত কয়েক বছরে নানা কারণে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। কখনও শোনা যায় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না, আবার কখনও অভিযোগ আসে অভিষেকের দিকেও। পাশাপাশি অনেক অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে একাই দেখা যাওয়ায় জল্পনা আরও বাড়ে।

তবে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, তাদের সংসারে কোনো টানাপড়েন নেই এবং তারা এসব গুজবে গুরুত্ব দিচ্ছেন না। তাদের সম্পর্ক এখনো দৃঢ় এবং অটুট রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৪

আরো পড়ুন