চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত ও রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা ইতিমধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের উপচে পড়া ভিড়ে প্রমাণ মিলছে এর জনপ্রিয়তার। তবে সিনেমার সাফল্যের পেছনে ছিল এক লুকানো সংগ্রাম—শাকিব খানের অসুস্থ শরীরে কাজ করে যাওয়া।
পরিচালক রায়হান রাফী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তাণ্ডব’-এর শুটিং ও ডাবিং চলাকালীন শাকিব খান অসুস্থ ছিলেন, কিন্তু বিষয়টি গোপন রেখেছিলেন। রাফী বলেন, “তিনি চুপচাপ কাজ করেছেন। কারণ যদি বলতেন, আমি হয়তো শুটিং বন্ধ করে দিতাম।” পরিচালক আরও জানান, ডাবিংয়ের সময় শাকিব খানের গলা বসে গিয়েছিল এবং জ্বর ছিল, কিন্তু তবুও তিনি এক মুহূর্তের জন্যও বিরতি নেননি।
‘লিচুর বাগান’ অংশের শুটিংয়ের সময়েও শাকিব খান অসুস্থ ছিলেন বলে জানান রাফী। তিনি বলেন, “বিমানেও তিনি লুকিয়ে ওষুধ খেয়েছেন যেন আমাকে বুঝতে না দেই। যাতে আমি কাজ থামিয়ে না দিই।”
‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান একাধিক চরিত্রে অভিনয় করেছেন, যার প্রতিটির ভিন্ন ভিন্ন কণ্ঠ ও আবেগের প্রকাশ ছিল, যা দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। নির্মাতার মতে, এই সিনেমাকে শাকিব খানের অন্যতম সেরা কাজ বলা হচ্ছে তার অসাধারণ পরিশ্রম ও পেশাদারিত্বের জন্য।
শাকিব খানের এই মনোভাব ও আত্মত্যাগই ‘তাণ্ডব’ সিনেমার সফলতার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন পরিচালক রায়হান রাফী। ঈদে এটি দর্শকদের জন্য এক বিশেষ উপহার হয়ে উঠেছে।