অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী মিনু মুনির (৪৫) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩০ জুন) ভারতের কোচির সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতের খ্যাতনামা পরিচালক ও অভিনেতা বালাচন্দ্র মেননের দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।
মামলার অভিযোগে বলা হয়েছে, মিনু মুনির দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বালাচন্দ্র মেননের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশোভন পোস্ট দিয়ে আসছিলেন। এসব পোস্টে পরিচালকের ছবি যুক্ত করে অশ্লীল মন্তব্য করা হতো, যা তার সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়।
এছাড়া মামলার দ্বিতীয় আসামি ২০২৩ সালের ১৩ ও ১৪ সেপ্টেম্বর বালাচন্দ্র মেননকে ফোনে হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই মামলায় আগাম জামিন চেয়ে মিনু কেরালা হাইকোর্টে আবেদন করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে সাইবার ক্রাইম পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়, পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
কোচি সাইবার পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর আচরণ যেকোনো ব্যক্তির ব্যক্তিগত সম্মানহানি ঘটাতে পারে। তাই ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনা মালয়ালম ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও হেনস্তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।