বাংলাদেশের সংগীতজগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় চ্যানেল আই-এর বিশেষ অনুষ্ঠানমালা। দিনব্যাপী এই আয়োজনে বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পীরা শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসান বাংলা সংগীতের এই কিংবদন্তিকে।
অনুষ্ঠানটি শুরু হয় সকালে ‘গান দিয়ে শুরু’ পর্ব দিয়ে, যেখানে তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী—অনন্যা আচার্য্য, সাবরিনা নওশিন টুশি এবং প্রিয়াঙ্গা—ফেরদৌসী রহমানের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।
‘ক্ষুদে গানরাজ’ খ্যাত অনন্যা পরিবেশন করেন ‘আমি সাগরের নীল’, ‘কথা বলো না বলো’, ‘ও কী গাড়িয়াল ভাই’ এবং ‘যার ছায়া পড়েছে’। আর ‘সেরাকণ্ঠ ২০২৩’-এর সেরা টুশি গেয়ে শোনান ‘এই নীল নীল নীল’, ‘কিছু বলা যায় না’, ‘যে জন প্রেমের ভাব জানে না’ ও ‘গান হয়ে এলে’। প্রিয়াঙ্গাও এ আয়োজনে তাঁর কণ্ঠে গান তুলে ধরেন ফেরদৌসী রহমানের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হিসেবে।
অনুষ্ঠান শেষে অনন্যা বলেন, “এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে এই কিংবদন্তি মানুষের জন্মদিনের শুরুটা আমাদের গানে হয়েছে। এটা আমাদের কাছে দায়িত্ব এবং সম্মানের বিষয়।”
ফেরদৌসী রহমান শুধু সংগীতশিল্পী নন, তিনি বাংলা সংগীত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর জন্মদিনে এমন শ্রদ্ধাঞ্জলি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা এবং দেশের সংস্কৃতির জন্য গর্বের মুহূর্ত।