Ridge Bangla

চাটমোহরে অটোভ্যান চালক নিহত

চাটমোহরে অটোভ্যান চালক নিহত

রোববার (৬ এপ্রিল) পাবনার চাটমোহর পৌর শহরের জারদিস মোড়ে অটোভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, সকালে হোসেন আলী নিজ বাড়ি থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানে করে জারদিস মোড় এলাকায় পৌঁছান। মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে গেলে ব্রেকের লোহার রড তার মাথায় ঢুকে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেন আলী ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন