Ridge Bangla

ওপেকের উৎপাদন বৃদ্ধি ও ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে তেলের দাম কমলো ৬ শতাংশ

oil price drop

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) ও তাদের মিত্রদের প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদন বৃদ্ধির ঘোষণা- এই দুটি কারণ মিলিয়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতির জেরে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে, যার প্রভাব পড়েছে জ্বালানি খাতে। এর মধ্যে ওপেক ও তার আট সদস্যদেশ অতিরিক্ত তেল উৎপাদনের সিদ্ধান্ত নিলে বাজারে তেলের সরবরাহ বাড়ে এবং দাম হঠাৎ বড় পতনে পড়ে।

ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬.৪২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০.১৪ ডলারে নেমে আসে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৬.৬৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৬.৯৫ ডলার প্রতি ব্যারেল। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন দাম।

বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ট্রাম্পের পারস্পরিক শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) ঘোষণা এবং ওপেকের সিদ্ধান্ত মিলিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের সূচনা হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে। এর ফলে তামা, তেলসহ সব ধরনের প্রবৃদ্ধি-নির্ভর পণ্য দাম কমার চাপের মধ্যে পড়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, জ্বালানি তেল, গ্যাস ও পরিশোধিত পণ্য আপাতত নতুন শুল্কের আওতায় পড়বে না।

আরো পড়ুন