জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা চলমান কর্মবিরতি ও আন্দোলন আজ থেকে প্রত্যাহার করে কাজে ফিরেছেন। গত শনিবার এক জরুরি বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তের কথা জানান এনবিআরের যুগ্ম কমিশনারদের একটি প্রতিনিধি দল। তারা জানান, সরকারের আশ্বাস এবং আলোচনার ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে রাজস্ব কর্মকর্তারা পদোন্নতি, সময়োপযোগী বেতন কাঠামো ও প্রশাসনিক স্বাধীনতার দাবিতে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ থেকে বিরত ছিলেন। এতে দেশের বিভিন্ন বন্দর ও কর কার্যালয়ে সেবা কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হয়। রাজস্ব আদায়েও দেখা দেয় ঘাটতি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতির কিছুটা অগ্রগতি হয়। এনবিআর কর্মকর্তারা জানান, সরকার তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তারা আবারও কর্মসূচি দিতে বাধ্য হবেন।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এনবিআর কর্মকর্তাদের দাবি পর্যালোচনায় একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।