ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত, তবে এর জন্য ওয়াশিংটনকে অবশ্যই আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে, এমনটাই জানিয়েছেন তেহরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেও, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলোচনার সময় আবার কোনো হামলা করা হবে কি না।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর ২১ জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা ফেলে।
রাভাঞ্চি বলেন, “আলোচনার প্রস্তাব দিয়ে একদিকে বসে থাকা আর অন্যদিকে বোমা ফেলা, এটা কোনো কূটনীতি নয়, এটা জঙ্গলের আইন।” তিনি আরও বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং নিজের নিরাপত্তা রক্ষায় সংকল্পবদ্ধ।
আলোচনার দরজা খোলা থাকলেও, তার আগে ওয়াশিংটনকে বিশ্বাসযোগ্য বার্তা দিতে হবে যে, আর কোনো আগ্রাসন হবে না। নইলে কোনো গঠনমূলক সংলাপ সম্ভব নয়।