Ridge Bangla

বিপিএলে নতুন দল নিয়ে আসছে নোয়াখালী রয়্যালস

রয়েল ডিস্ট্রিক্ট খ্যাত জনপ্রিয় জেলা নোয়াখালী থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এতদিন কোনো দল না থাকায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে আক্ষেপ ছিল, তা এবার দূর হতে চলেছে। আসন্ন বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যেতে পারে “নোয়াখালী রয়্যালস” নামের একটি দলকে।

এই উদ্যোগ নিয়েছে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যারা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে। গত ২৪ জুন ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতির জন্য তারা বিসিবি সভাপতির বরাবর একটি চিঠি দেয়।

নোয়াখালী রয়্যালস কখনোই বিপিএলে অংশ নেয়নি, ফলে এবারের আবেদনের মাধ্যমে জেলার ক্রিকেটপ্রেমীদের বহুদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। শায়ান’স গ্লোবাল জানিয়েছে, দল গঠনের পাশাপাশি তারা নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়নেও কাজ করতে আগ্রহী।

বিপিএলের ১১তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারি সময়ে। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় বিষয়টি আলোচনার জন্য তোলা হবে বলে জানা গেছে। যদিও বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ক্রিকেট অঙ্গনে শায়ান’স গ্লোবালের এই পদক্ষেপ ইতিমধ্যেই আলোড়ন তুলেছে।

নোয়াখালী রয়্যালসের এই আবেদন গৃহীত হলে, বিপিএলে নতুন মাত্রা যোগ হবে এবং দেশের আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল পেশাদার ক্রিকেট প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

আরো পড়ুন