পাকিস্তান ক্রিকেট মানেই অপ্রত্যাশিত কিছু ঘটনা। তাই হয়তো দলটি ‘আনপ্রেডিকটেবল’ হিসেবে পরিচিত। তিন ফরম্যাটে তিন অধিনায়কের বিষয়টি আগে থেকেই পরিচিত হলেও এবার তিন ফরম্যাটে তিন কোচের ধারাও শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট দলের জন্যও আলাদা কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। অন্তত ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি টেস্ট দলের দায়িত্বে থাকবেন। আজ মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
৫০ বছর বয়সী আজহার মাহমুদ দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন। অতীতে তিনি বোলিং কোচ এবং স্বল্প সময়ের জন্য টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পিসিবি বিবৃতিতে জানিয়েছে, “ক্রিকেটে আজহার মাহমুদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট এবং ইংলিশ কাউন্টি সার্কিটে কোচিংয়ের অভিজ্ঞতা তাকে এই পদের জন্য উপযুক্ত করেছে।”
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রে পাকিস্তান কখনোই ফাইনালে উঠতে পারেনি। সর্বশেষ ২০২৩-২৫ চক্রে তারা ৯ দলের মধ্যে পয়েন্ট তালিকায় ছিল সবার শেষে। এমনকি নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয় তাদের।
তবে এবার আজহার মাহমুদের অধীনে পাকিস্তান টেস্ট দলে পরিবর্তন আসবে বলে আশাবাদী পিসিবি। ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ শুরু হবে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।