এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। র্যাংকিংয়ে নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। গতকাল ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে।
ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা এবং ৪০ মিনিটে পোহাতি কিসকু গোল করেন। অতিরিক্ত সময়ে তহুরা খাতুন করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৬০ মিনিটে এবং ৭৫ মিনিটে মুনকি করেন সপ্তম গোলটি।
বাহরাইনের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখায় বাংলাদেশ। বল পজিশন, আক্রমণ, শট—সব ক্ষেত্রেই টাইগ্রেসরা এগিয়ে ছিল। র্যাংকিংয়ে বাংলাদেশ ১২৮তম এবং বাহরাইন ৯২তম হলেও মাঠে তার কোনো ছাপ দেখা যায়নি।
সি গ্রুপে বাংলাদেশ পরের ম্যাচে ২ জুলাই স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে, যারা ফিফা র্যাংকিংয়ে ৫৫ নম্বরে রয়েছে। এরপর ৫ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে, যাদের র্যাংকিং ১৪১তম।
উল্লেখ্য, গতকাল মিয়ানমার তুর্কমেনিস্তানকে ৮–০ গোলে হারিয়েছে। ফলে ২ জুলাইয়ের বাংলাদেশ-মিয়ানমার ম্যাচেই নির্ধারিত হবে—কে যাবে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে।