Ridge Bangla

জুম্মার খুতবায় মাদকের বিরুদ্ধে বয়ানে ইমামকে মারধর, আটক ২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক মসজিদে জুম্মার খুতবায় মাদকের কুফল নিয়ে আলোচনা করায় এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, রবিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর এলাকার দুই বাসিন্দা জুলহাস (২২) এবং রায়হান (১৯)-কে আটক করা হয়েছে। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী ইমাম, মুফতি মিরাজুল ইসলাম, ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার বাসিন্দা। তিনি গত আট মাস ধরে হরিরামপুরের সুলতানপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং নিয়মিত জুম্মার খুতবায় মাদকের সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করতেন।

ইমামের ভাষ্যমতে, তার এসব বক্তব্যে স্থানীয় কিছু যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনা করে তিনি মসজিদ কমিটির কাছে ইস্তফা দেন। গত শুক্রবার, ইমামতির শেষ দিনে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জুলহাস ও রায়হান তাকে পথরোধ করে মারধর করে এবং তার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

ওসি মুমিন খান জানান, তদন্তে ইমামের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন