কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তঘেঁষা পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় র্যাব-১৫ একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
রোববার (২৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে জানা যায়, কিছু স্থানীয় বাঙালি ও রোহিঙ্গা নাগরিক মিলে গঠিত একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই এলাকায় অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি এলজি, একটি বিদেশি এয়ার রাইফেল, ছয় রাউন্ড চায়না রাইফেলের গুলি, তিন রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং একটি খালি গুলির খোসা।
র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এ.এম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত করতে অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযান চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।