মালয়েশিয়ার নেগরি সেম্বিলান রাজ্যের জেমাস জেলার একটি নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতের প্রবল বেগে ভেসে নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান। তিনি জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে একজন জানান, কাম্পুং বাংকাহুলু সংলগ্ন নদীতে মাছ ধরতে নেমে একজন ব্যক্তি স্রোতে ভেসে গেছেন।
খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরদিন শুক্রবারও ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় তল্লাশি চালানো হয়। বিকেল ৪টা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ মেলেনি।
পুলিশ জানায়, ৩০ বছর বয়সী এক সহকর্মী নিখোঁজ ব্যক্তির সঙ্গে ছিলেন এবং তিনি নিজ চোখে দেখেছেন তার সঙ্গী পানির প্রবল স্রোতে ভেসে যান।
সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।