সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকার নানা সড়কে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জড়ো হয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদকারীরা ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করো’ ইত্যাদি নানা ধরনের বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো নগরী।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বর্বর হামলায় হাজার হাজার শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। তারা প্রশ্ন তোলেন- এটা কীভাবে বিশ্ব মানবতার সামনে ঘটে চলেছে? বক্তারা বলেন, “গাজাবাসীদের দিকে তাকালে মনে হয়, আজ বিশ্ব মানবতা, নৈতিকতা এবং বিবেক অন্ধকারে হারিয়ে গেছে।”

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনগণও অংশ নেন। তাঁরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসান ও একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।