বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনয়ে মুগ্ধ ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এক সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, আফরান নিশোর একজন ভক্ত হিসেবে তার অনুভূতি কতটা গভীর।
স্বস্তিকা বলেন, “আমি আফরান নিশোর বিশাল ফ্যান। মানে, উনার প্রায় সব কাজই আমি দেখেছি। চরকি ও হইচইয়ে যেসব প্রজেক্ট এসেছে—‘সিন্ডিকেট’, ‘কাইজার’—সবই দেখেছি। উনার অভিনয় স্টাইল, চোখের এক্সপ্রেশন, সংলাপ বলার ভঙ্গি—সবকিছুই অসাধারণ। নিশোর অভিনয়ে যে সাবলীলতা, সেটা খুব কম দেখা যায়।”
তিনি আরও বলেন, “একবার গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ করে নিশোর একটি বিজ্ঞাপনের বিলবোর্ড চোখে পড়ে। সেটা দেখেই আমি রীতিমতো লাফিয়ে উঠেছিলাম উত্তেজনায়। আমার সঙ্গে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু আমি তো তখন নিশোর ফ্যান মোমেন্টে আছি!”
আফরান নিশোর অভিনয়জীবনের শুরু হয়েছিল জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর আফজাল হোসেনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘টকিজ’-এর স্ক্রিন টেস্টে অংশ নিয়ে নাটকে অভিনয়ের সুযোগ পান। নাটক, মডেলিং, ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি।
সম্প্রতি শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেও দর্শকদের দৃষ্টি কাড়েন নিশো। তার ভিন্নধর্মী অভিনয়শৈলীতে শুধু বাংলাদেশের নয়, ভারতের শিল্পীরাও মুগ্ধ।
স্বস্তিকার এমন অকপট প্রশংসা আফরান নিশোর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।