বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই এই যুগলকে ঘিরে ভক্তদের আগ্রহ চরমে। পেশাগত ব্যস্ততার মাঝেও স্ত্রীর এক গুণে বরাবরই মুগ্ধ ভিকি—তা হলো ক্যাটরিনার সোজাসাপ্টা মতামত প্রকাশের প্রবণতা।
সম্প্রতি অভিনয়জীবনের ১০ বছর পূর্তিতে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-র আয়োজনে করিনা কাপুরের সঙ্গে আলাপকালে ভিকি বলেন, “ক্যাটরিনা আমার কাজ নিয়ে খুব সরাসরি মত দেয়। সে ঘুরিয়ে-পেঁচিয়ে কিছু বলে না। অবশ্য সে জানে, একটা কাজের পেছনে অনেক পরিশ্রম থাকে। তাই প্রতিক্রিয়া দেয় যথেষ্ট সম্মান রেখে, কিন্তু সত্যটাই বলে। আমি এটা সত্যিই উপভোগ করি।”
তবে ভিকি মজার ছলে জানান, ক্যাটরিনা নিজে আবার ততটা খোলামেলা মন্তব্য তার কাছ থেকে পছন্দ করেন না। এই কথায় করিনা হাসতে হাসতে বলেন, “যদি সব দম্পতি এমন খোলামেলা মতবিনিময় করতে পারত, তাহলে সম্পর্কগুলো আরও স্বচ্ছ হতো।”
এদিকে, ভিকি কৌশল অভিনীত সর্বশেষ ছবি ‘ছাবা’ বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। লক্ষ্মণ উতেকরের পরিচালনায় এই সিনেমায় ভিকির সহশিল্পী ছিলেন রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, ডায়ানা পেন্টি, আশুতোষ রানা ও বিনীত কুমার সিং।
সিনেমার বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ভিকি-ক্যাটরিনার সম্পর্কের পরিণত আচরণ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গিও ভক্তদের মুগ্ধ করেছে।