Ridge Bangla

আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন দফতরে জমা দেয় তদন্ত সংস্থা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদের হত্যাকাণ্ডে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনারসহ ৩০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদের মধ্যে চারজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে আন্দোলনের সময় গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি তৎকালীন ‘জুলাই গণঅভ্যুত্থান’ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

এই মামলার তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কিছু ক্ষমতাসীন দলের নেতাকর্মীর যৌথ অভিযানে গুলিবর্ষণ করা হয়, যাতে আবু সাঈদ প্রাণ হারান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলাটি দ্রুত বিচারিক কার্যক্রমের আওতায় আনার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করবে ট্রাইব্যুনাল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন