Ridge Bangla

জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে: রিজভী

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ জুন) বিকেলে বিএনপির শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী জানান, মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “এই কর্মসূচি হবে অত্যন্ত সাফল্যমণ্ডিত ও তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।”

কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “আমন্ত্রিত অতিথিদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। বিশেষ করে শহীদ ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি সৌজন্যপূর্ণ আচরণ করবেন এবং তাদের যথাযথ আসনে বসার ব্যবস্থা করবেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্যসচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন