যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তাঁর ব্যাগে অস্ত্রের একটি ম্যাগাজিন থাকা ছিল নিছক অনিচ্ছাকৃত ভুল। রোববার (২৯ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে তাঁর লাইসেন্সকৃত বৈধ অস্ত্র রয়েছে এবং অতীত হামলার প্রেক্ষিতে এটি সঙ্গে রাখা স্বাভাবিক।
তিনি লেখেন, ২৯ জুন ভোরে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাওয়ার সময় তাড়াহুড়োয় ব্যাগ গোছাতে গিয়ে একটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে থেকে যায়। স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়লে তিনি তা নিজেই প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমি অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এসেছিলাম, আরেকটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে রয়ে যায়। ইচ্ছা থাকলে অস্ত্রটিও সঙ্গে রাখতাম। এখানে অবৈধ কিছু হয়নি।”
তিনি আরও যোগ করেন, “ঘটনার পর আমি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম, ট্রানজিটে এসে অনলাইনে আলোচনা দেখি। চাপ দিয়ে কোনো সংবাদ সরানোর বিষয়টিও ভিত্তিহীন।”
তিনি বলেন, “নাগরিক হিসেবে কেউ নিরাপত্তা হুমকিতে থাকলে আইন মেনে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন, আমিও সেটিই করেছি।”