Ridge Bangla

আশাশুনিতে কেওড়া বাগানে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদীর পাশের একটি কেওড়া বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকাল পৌনে দশটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ জানান, তিনি কয়েকজনের সঙ্গে কাঁকড়া ধরতে খোলপেটুয়া নদীতে যাচ্ছিলেন। পথিমধ্যে কেওড়া গাছের ফাঁকে একটি পা দেখতে পান। পরে বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়দের জানান এবং থানায় খবর দেওয়া হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে গাছের ঝোপে আটকে গেছে। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন