Ridge Bangla

জিগাতলায় ইউপি সদস্যকে ঘর থেকে টেনে নামিয়ে কুপিয়ে হত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ঘর থেকে টেনে বের করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম খন্দকার (৪৫)। তিনি জিগাতলা গ্রামের বাসিন্দা ও কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে একদল লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রহিম খন্দকারের বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা না খোলায় তারা জোরে জোরে আঘাত করতে থাকে। পরে দরজা খুললে তারা তাকে বাইরে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

রহিমের ভাতিজা শরিফ খন্দকার বলেন, “ওরা প্রথমে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। চাচা দরজা খুলতেই ওরা তাকে উঠানে টেনে নিয়ে নির্মমভাবে হত্যা করে।”

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “আব্দুর রহিম একজন সৎ ও জনপ্রিয় জন-প্রতিনিধি ছিলেন। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে—এখনও তা পরিষ্কার নয়।”

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, “রাতেই আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং আমরা তদন্ত শুরু করেছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন