Ridge Bangla

তবে কি আর বিয়েই করবেন না জয়া আহসান?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সৌন্দর্য ও অভিনয়শৈলীতে মন জয় করে নিয়েছেন অগণিত দর্শকের। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয়ও পেয়েছে প্রশংসা। সম্প্রতি এক গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে নিজের কাজ, বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে হেসে জয়া বলেন, “ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর যাওয়ার ইচ্ছা নেই!” এই উত্তরেই তিনি স্পষ্ট করে দেন যে বিয়েতে তাঁর আর কোনো আগ্রহ নেই। তিনি আরও যোগ করেন, “আপনারা যারা যেতে চান, তারা নিজেদের দায়িত্বে যেতে পারেন। আমার তেমন কোনো আগ্রহ নেই।”

উল্লেখ্য, জয়া আহসানের শোবিজে যাত্রা শুরু হয়েছিল ‘জয়া মাসউদ’ নামে। তিনি মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করার পর নামের শেষে ‘আহসান’ যুক্ত করেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং বহু বছর ধরেই তিনি একাই আছেন।

বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জয়া বলেন, “আমি তো সংসারই করছি। দায়িত্ব পালন করছি, দিন-রাত কাজ করছি — এটাই তো আমার সংসার। বিয়ে করলেই সংসার হয় না। আমিও তো একসময় বিয়ে করে সংসার করেছিলাম। সেই অভিজ্ঞতাও আছে আমার। এখন যেটা করছি, সেটাই ভালো লাগছে। এই সংসারেই আমি সফল।”

তাঁর কথায় স্পষ্ট, নতুন করে সংসার শুরু করার কোনো পরিকল্পনা নেই জয়ার। বরং নিজের মতো করে জীবন উপভোগ করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের দিনে জয়া আহসান যেন হয়ে উঠেছেন স্বনির্ভরতা, আত্মমর্যাদা ও ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার এক শক্তিশালী প্রতীক।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন