Ridge Bangla

দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারও তাঁর কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান। সদ্যোজাত শিশুটি জন্ম নেয় গত ১৯ জুন। তবে এক সপ্তাহ পর, ২৮ জুন (শনিবার) ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি প্রকাশ করে এই খুশির খবর সবাইকে জানান ইলিয়ানা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, শিশুটি তোয়ালে মোড়ানো অবস্থায় মায়ের কোলে ঘুমিয়ে আছে, মাথায় একটি ছোট্ট টুপি। সন্তানের পরিচয় দিতে গিয়ে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, “কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” তিনি জানান, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। সন্তান আগমনে ইলিয়ানা এবং তাঁর স্বামী মাইকেল ডোলান দুজনেই ভীষণ উচ্ছ্বসিত।

ইলিয়ানার এই পোস্টে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। অনেকে লিখেছেন, “তোমার পরিবারের জন্য ভালোবাসা আর আশীর্বাদ রইল।”

উল্লেখ্য, ইলিয়ানা ২০২৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল ডোলানকে বিয়ে করেন। একই বছরের আগস্টে তাঁদের প্রথম সন্তান কোয়া ফোনিক্স ডোলান জন্ম নেয়। দ্বিতীয় সন্তান কিয়েনুর আগমনে এবার চার সদস্যের সুখী পরিবারে পরিণত হল তাঁদের সংসার।

বর্তমানে মাতৃত্বের সময় উপভোগ করছেন এই বলিউড অভিনেত্রী, যদিও পেশাগত জীবনেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন