Ridge Bangla

ইমামদের জাতীয় সম্মেলন রবিবার

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক এবং সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতায় অংশ নেবেন তিনটি গ্রুপে বিজয়ী ৯ জন করে প্রতিযোগী। পাশাপাশি সম্মাননা জানানো হবে শ্রেষ্ঠ ইমাম ও খামারি ইমামদের।

জাতীয় পর্যায়ে নির্বাচিত ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ের ২৪ জন এবং জেলা পর্যায়ের ১৯২ জন ইমামের পাশাপাশি ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে দেওয়া হবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দেড় লাখ এবং তৃতীয় পুরস্কার এক লাখ টাকা। সীরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ, কোরআন হিফজ ও সীরাত চর্চা উৎসাহিত করা এবং ইমামদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা। সম্মেলন সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন