Ridge Bangla

গাজীপুরে শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগে শিক্ষক কারাগারে

গাজীপুরের কালীগঞ্জে একটি হাফেজিয়া মাদরাসায় আট বছর বয়সী এক শিক্ষার্থীকে বস্তায় ভরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. জাকারিয়া শেখকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৮ জুন) রাতে নির্যাতিত শিশুর বাবা মো. মোশারফ শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় শিশু আইনে মামলা দায়ের করেন। মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে শিক্ষক জাকারিয়া শেখকে, যিনি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

রোববার (২৯ জুন) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত শিক্ষক জাকারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিক্ষক জাকারিয়া শিশুটিকে শারীরিকভাবে মারধর করেছেন এবং একপর্যায়ে বস্তায় ভরে রেখেছেন, যা তার জন্য মারাত্মক মানসিক ট্রমার কারণ হতে পারে।” তিনি আরও জানান, শিশুটির নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের উপর এমন নির্মম নির্যাতন কীভাবে সম্ভব, এবং মাদরাসাগুলোর কার্যকর নজরদারির অভাব কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন